ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় ইউএনডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, জানুয়ারি ১৩, ২০২৫
সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় ইউএনডিপি

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিয়ে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)। এজন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনায় বসছে সংস্থাটি।

 

ইসির সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপির আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে ১৪ জানুয়ারি একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকটি দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের আলোচনা চলছে। তারই প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম হাতে নিয়েছে।

ইউএনডিপি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে এর আগেও একবার বৈঠক হয়েছে। অতীতেও সংস্থাটি বিভিন্ন নির্বাচনে প্রশিক্ষণ ও নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা করেছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।