ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা: হালনাগাদ শেষে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

রোববার (২ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

এ সময় অন্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের (ইসি) সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। হালনাগাদের আগে দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। হিজড়া ভোটার ৯৩২ জন।

এদিকে হালনাগাদ শেষে পুরুষ ভোটার সংখ্যা দাঁড়াল ছয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর হিজড়া ভোটার ৯৯৪ জন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।