ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

সরকারকে দ্রুত সংস্কারের ওপর মতামত দেবো: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
সরকারকে দ্রুত সংস্কারের ওপর মতামত দেবো: ইসি সচিব নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

ঢাকা: সংস্কার কমিশনের বাছাই করা সুপারিশের ওপর সরকারের চাওয়া প্রস্তাবের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করবো।

মঙ্গলবার (২৫ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের চাওয়া আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলোর সম্পর্কে কমিশনকে জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করবো। তবে এই মুহূর্তে কি কি সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারবো না। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।  

এসব বিষয়ে সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কিনা তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় এলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়।  

ডিসেম্বরকে সামনে রেখেই সমস্ত কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।  

তিনি বলেন, সংস্কার চলমান, এটা চলতে থাকবে। এজন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে। সেই স্বল্পতম সময়ের মধ্যে নিয়ে যাব, যাতে করে আমরা এটাকে সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি।

ইসি সচিব বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি নয়টি সুপারিশের ওপর আমাদের মতামত চেয়েছে। এর মধ্যে রয়েছে- আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট এবং রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
ইইউডি/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।