ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে দলটির একটি প্রতিনিধি দল।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে আছেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
রোববার দল নিবন্ধনের আবেদনের শেষ সময় হলেও সম্প্রতি তারা সময় বাড়ানোর আবেদন করেছেন। এক্ষেত্রে ৯০ দিন আবেদনের সময় বাড়ানোর আবেদন করেছে এনসিপি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়েই তারা আলোচনার জন্য সময় চেয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৩ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ইইউডি/আরএ