ঢাকা: রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত শিথিল ও নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ)।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইসি সচিবের কাছে এ সংক্রান্ত লিখিত আবেদন করেছেন দলটির চেয়ারম্যান মো. ইকরামুল হক।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৮ নভেম্বর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে পরিচ্ছন্ন ও তারুণ্য নির্ভর রাজনৈতিক দল বাংলাদেশ জাগ্রত পার্টি আত্মপ্রকাশ করে। এই স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত শর্তসমূহ প্রতিপালন ও পূরণ করা সহজতর নয়। যাহা বাংলাদেশ জাগ্রত পার্টিসহ নবগঠিত সব রাজনৈতিক দলের জন্য কষ্টসাধ্য বিষয়।
এ ছাড়া নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন পাওয়ার লক্ষ্যে কমিশন প্রদত্ত গণবিজ্ঞপ্তির সময়সীমা বর্ধিতকরণ জরুরি হয়ে পরেছে। অতএব বাংলাদেশ জাগ্রত পার্টিসহ সব নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের শর্তসমূহ শিথিল ও গণবিজ্ঞপ্তির সময় বর্ধিতকরণে আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।
২০ এপ্রিল নিবন্ধন আবেদন দেওয়ার শেষ সময়ে দলটি এই আবেদন করলো। এ পর্যন্ত অন্তত পাঁচটি দল নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করেছে, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ইইউডি/আরবি