ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, সেবা সহজীকরণের লক্ষ্যে চলতি মাসেই সুধীজনের সঙ্গে একটি সেমিনারের আয়োজন করা হবে।
সোমবার (০৫ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য জানান।
হুমায়ুন কবীর বলেন, এনআইডি সেবা সহজীকরণের লক্ষ্যে প্রাথমিক যে সিদ্ধান্ত হয়েছে সে অনুযায়ী মিডিয়ার লোকদের নিয়ে সেমিনারে রাখবো। যে কর্মকর্তা সহজীকরণের চিন্তা ভাবনা করেন তাদের রাখবো। এর বাইরে আমরা সুধীজনদের রাখবো। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। এই মাসের মধ্যে হবে। রাজনৈতিক দলকে দরকার হবে কিনা বুঝতে পারছি না। যদি মনে হয় ভালো হয় তাহলে রাখবো।
তিনি বলেন, জেলা পর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে এনআইডি সংশোধনের যে ক্ষমতা ছিল সেটা জেলা অফিসারকেও দায়িত্ব দিচ্ছি। মানুষের সেবা নিশ্চিত করা জন্য যৌক্তিক আবেদন যেগুলো, কমিশন দ্রুত অনুমোদন দিচ্ছে। কমিশন ও সচিবালয় আমরা সবাই মিলে মানুষেকে দ্রুত সেবা দিতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে। এগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারি সেজন্য দায়িত্ব বন্টন করে দিচ্ছি।
এনআইডি মহাপরিচালক বলেন, ইসি সচিবালয়ের অফিসারদের মাঝেও একটু ক্ষমতা পরিবর্তন করছি, যাতে সেবা সহজ হয়। আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি করার ক্ষমতা দেওয়া আছে। আমরা মনটিরিং করছি। অনেকেই হয়তো ক্যাটাগরি ঠিক মতো করছে কেউ করছে না। কেননা, ক্যাটাগরি না করলে আবেদন নিষ্পত্তি করা যায় না।
তিনি আরো বলেন, বর্তমানে ডাবল এনআইডি রয়েছে ৫শ এর বেশি। আগামী সপ্তাহে উল্লেখযো্গ্য অগ্রগতি দেখতে পারবেন। ১৩ কোটির বেশি তথ্য একটা একটা করে খোঁজা সম্ভব নয়। কেউ যদি তথ্য দেয় আর আমরা যদি দেখতে পাই তাহলে ব্যবস্থা নিই।
ইইউডি/এমএম