ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোটে দেখতে হলে বিদেশি পর্যবেক্ষকদের হতে হবে পক্ষপাতহীন, অভিজ্ঞ এবং স্বনামধন্য।
সোমবার (১২ মে) নির্বাচন ভবনে এক বিদেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে যাদের ট্র্যাক রেকর্ড ভালো, বিভিন্ন দেশে কাজ করেছেন, কোনো দল বা কারো পক্ষে কাজ করে না তাদের আমরা এনকারেজ (নির্বাচন পর্যবেক্ষণে) করি।
তিনি বলেন, তারা ফ্রি, ফেয়ার নির্বাচনের জন্য প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের জন্য এসেছিলেন। তারা বলেছেন ইসির ওপরে সব পক্ষের আস্থা আছে, এটা একটা সুখবর।
আমাদের প্রস্তুতি কেমন, এগিয়ে নিচ্ছি কিনা জানতে চেযেছেন। আমাদের যে ওয়াদা সেটা যেন ডেলিভার করতে পারি সে কথা বলেছি। উনারা ভোট পর্যবেক্ষণে আগ্রহী৷ আমরা বলেছি ওয়েলকাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষ করে ফেলেছে। চলছে বিভিন্ন আইন সংশোধনের কাজ। দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন করার ক্ষমতা সরকারের পরিবর্তে নিজের কাছে রাখার কথা ভাবছে ইসি।
ইইউডি/জেএইচ