ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের ডাটা সেন্টার (এনআইডি সার্ভার) পরিপূর্ণ নিরাপদ। কোনো আশঙ্কা করছি না।
সোমবার (১৯ মে) নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
সার্ভারের নিরাপত্তার জন্য এখনো অন্যের ওপর নির্ভরশীল হতে হচ্ছে, এতে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অনেকে মনে করছেন, এমন বিষয় উত্থাপন করা হলে তিনি বলেন, আমাদের ডাটা সেন্টার পরিপূর্ণ নিরাপদ। আমরা এজন্য বুয়েটের একটি টিমকে দায়িত্ব দিয়েছি। তারা সার্বক্ষণিক এ নিয়ে কাজ করছে। এ ছাড়া বিপদ যে কোনো সময় হতে পারে। আমি যাদের সঙ্গে চলি, তাদের কাছে আমি নিজেকে নিরাপদ মনে করি। কাজেই কোনো শঙ্কা করছি না।
তিনি বলেন, আমাদের ডেটাসেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চলে, এটা মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি। মেনটেইনেন্সের জন্য যেমন পরশুদিনও আমরা করেছিলাম, চার ঘণ্টা পর চালু করতে পেরেছি। এরকম রেগুলার মেনটেইন্সে হিসেবে আমরা কাজ করি। এ ধারাবাহিকতায় ডেটাসেন্টার নিজস্ব জলবল দিয়ে ‘চেক’ করা হয়েছিল। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কি না, আপডেটেড রয়েছে কি না।
এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের অবস্থান থেকে যতগুলো ইনেসিয়েটিভ নেওয়া দরকার, সে ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আমাদের এ ডেটাসেন্টার পরিপূর্ণ নিরাপদ। এ ডেটাসেন্টার নিয়ে এ মুহুর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলা করছি না। কিন্তু এটা যেহেতু ডেটাসেন্টার, তাই কোনোভাবেই যেন ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দৈনন্দিন কাযক্রম চলমান রয়েছে।
ভবিষ্যতেও তথ্য ভাণ্ডারকে নিরাপদ রাখতে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বৈত এনআইডি যাদের আছে, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। ইসির জানামতে একাধিক এনআইডি কারো নেই। আমরা ৫৮৬ জনকে শনাক্ত করেছিলাম। তারা নাগরিক সেবা পাচ্ছিলেন না। এখন নাগরিক সেবা পাবে।
প্রবাসীদের ভোটার কার্যক্রম প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, আমরা দূতাবাসগুলোর সহায়তায় প্রবাসে ভোটার কার্যক্রম পরিচালনা করছি। দূতাবাসগুলোতে জায়গা ও জনবলের অভাব আছে। ইসি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১০ থেকে ১২টি দেশে প্রবাসী ভোটার কার্যক্রম চালু করা হবে। বর্তমানে নয়টি দেশে এ কার্যক্রম চলমান আছে।
চার মাসে সাত প্রতিষ্ঠানের এনআইডি যাচাই সেবা স্থগিত করল ইসি
ইইউডি/এএটি