ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এনআইডি লকড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, জুন ১৯, ২০২৫
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এনআইডি লকড শামসুল হক টুকু

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, দুর্নীতি দমন কমিশনের চিঠির প্রেক্ষিতে তার এনআইডি লক করা হয়েছে। এটি একটি রুটিন কাজ।

সস্প্রতি দুদকের চিঠির প্রেক্ষিতে সাবেক এনআইডি ডিজি সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন ও তার স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করে ইসি।

এনআইডি লক থাকলে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত থাকেন সংশ্লিষ্টরা।

ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।