ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

বনানী কবরস্থানে শায়িত হলেন সিইসি শামসুল হুদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৬, জুলাই ৭, ২০২৫
বনানী কবরস্থানে শায়িত হলেন সিইসি শামসুল হুদা

এক-এগার সময়কার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা শায়িত হলেন বনানী কবরস্থানে।

সোমবার (০৭ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার গুলশান সোসাইটি জামে মসজিদে জানাজা শেষে বনানী করস্থানে তাকে দাফন করা হয়েছে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সময়কার সিইসি এ টি এম শামসুল হুদা ৮৩ বছর বয়সে শনিবার সকালে নিজ বাসভবনে মারা যান।

ইসি কর্মকর্তারা জানান, মাগরিবের পর গুলশান সোসাইটি জামে মসজিদে তার জানাজা হয়। এরপর রাতে দাফন সম্পন্ন করা হয় বনানী কবরস্থানে।

এ টি এম শামসুল হুদার আমলে ছবিসহ ভোটার তালিকা, ইভিএম, এনআইডি, রাজনৈতিক দল নিবন্ধন, ইসির নিজস্ব ভবনসহ নানামুখী সংস্কার সাধিত হয়। আবার বিএনপিকে ভাঙ্গার অপচেষ্টার সঙ্গে সম্পৃক্ততার তকমাও রয়েছে ওই কমিশনের।

ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।