ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

সাধারণ থেকে উচ্চশিক্ষিত সবারই ভোটের প্রতি অনীহা: ইসি মাছউদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, জুলাই ৮, ২০২৫
সাধারণ থেকে উচ্চশিক্ষিত সবারই ভোটের প্রতি অনীহা: ইসি মাছউদ বক্তব্য রাখছেন ইসি মাছউদ

ঢাকা: জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, সাধারণ থেকে শুরু করে উচ্চশিক্ষিত, সবার মধ্যেই কিন্তু ভোটের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। তাই যার যার ভূমিকা সঠিকভাবে পালন করবো।

মঙ্গলবার (০৮ জুলাই) নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত ফল উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটের প্রতি কেন অনীহা সৃষ্টি হয়েছে ব্যাখ্যা দেওয়া আমার প্রয়োজন নেই।  

তিনি বলেন, আমরা যার যার অবস্থান থেকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্য যার যার তরফ থেকে যে ভূমিকা আছে, সেটা আমরা সঠিকভাবে পালন করব।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, নির্বাচন শেষেও একটা ফল উৎসব আছে। এটা যাতে খুব সুন্দর হয়, আমি সেটাই আশা করবো। আমাদের দায়-দায়িত্বটা যদি পালন করি, তাহলে একটা নির্বাচন খুব সুন্দর হবে এবং জাতি একটা সুন্দর নির্বাচন উপহার পাবে। আমরা সেজন্যই এখানে (ইসিতে) আছি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা। সেখানে আমরা যত বেশি মিডিয়ার সম্পৃক্ততা পাবো, ততই আমাদের জন্য ভালো হবে।

তিনি বলেন, সামনের দিনগুলোকে সুন্দর করার জন্য আমাদের যেমন ভূমিকা আছে, সেরকম দায়বদ্ধতাও আছে। আমরা যে যার দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করি, যেন আমরা আমাদের সন্তান, সহকর্মী ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়ে, তাদের রক্তের ঋণ যথাযথভাবে পরিশোধ করতে পারি।

আরএফইডির সভাপতি কাজী জেবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।