ঢাকা: যারা ধর্মান্তরিত হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত জটিলতায় পড়েছেন, তাদের জন্য সেবা কার্যক্রম সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ধর্মান্তরিত হলে নথিতে যে জটিলতা এবং দীর্ঘসূত্রিতা আছে সেটা সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে। ধর্ম পরিবর্তন করলে পরবর্তীতে অনেকে অনেক ঝামেলার মধ্যে পড়েন।
তিনি বলেন, ধর্মান্তরিত নাগরিকদের এনআইডি সংশোধনের জন্য অনেকগুলো প্রক্রিয়া ছিল। তো এখানে আমরা যেটা করেছি, মূলত ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে একজন ব্যক্তির, তার মাধ্যমেই তো একজনের আইডেন্টিফিকেশন মোটামুটি পাওয়া যায়। একটা হচ্ছে লিগ্যাল সাইট, আরেকটা হচ্ছে তার আইডেন্টিটি সাইট। এটাকে একটু সহজীকরণ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার আরও জানান, এনআইডি মহাপরিচালক এবং আমাদের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। আপনারা জানেন এ কমিশন দায়িত্ব যখন গ্রহণ করে তখন প্রায় তিন লাখ ৭৪ হাজার এনআইডি সংশোধনীর আবেদন পেন্ডিং ছিল। আমরা যখন এটাকে সহজ করলাম তখন আরও ব্যাপক হারে এ আবেদন জমা হওয়া শুরু হলো। গত সাত মাসে সর্বমোট নয় লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
ইইউডি/জেএইচ