এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের ভোটার হওয়ার জন্য ‘ভালো সময়’ দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
সামনের নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের ভোটার হওয়ার জন্য কতদিন সময় দেবেন, বা কোনো নির্দিষ্ট সময়সীমা দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসে ভোটার কার্যক্রমের অনুমোদনের যে প্রক্রিয়া চলছে, সব এখনো চূড়ান্ত হয়নি। গুছিয়ে এনে হয়তো নির্দিষ্ট করে বলা সম্ভব হবে। তবে সর্বশেষ যেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে তারা মোটামুটি ভালো সময় পাবেন।
বাড়ি বাড়ি হালনাগাদ ভোটার তালিকার খসড়া কবে প্রকাশ করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অতি শিগগিরই করা হবে। হয়তো এ সপ্তাহে হয়ে যেতে পারে বা আগামী সপ্তাহে হতে পারে।
খসড়া প্রকাশ করার পর কোনো রিভাইজিং অথরিটি থাকবে কি না- জানতে চাইলে এনআইডি মহাপরিচালক বলেন, একটি পার্টিকুলার ডেট হিসাব করে যখন কাজগুলো করা হয়, বছরের সেই সময় যে রিভাইজিং অথরিটির বিষয়টা থাকে, এখনকার বিষয়টি কিন্তু সম্পূরক কাজ। সুতরাং এ ক্ষেত্রে রিভাইজিং অথরিটি থাকে না বলেই আমি জানি। এখন যদি এর যৌক্তিকতা থাকে নিশ্চয়ই কমিশন বিবেচনা করবে।
তিনি এ সময় প্রবাসে ভোটার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বলেন, আমরা নতুন করে পাঁচটা দেশে ভোটার নিবন্ধনের কাজ শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। সম্মতি পাওয়ার পর ওই দেশগুলোতে কাজ শুরু করার জন্য প্রাথমিক যে কাজগুলো, সেগুলো এরইমধ্যেই শুরু করেছি। কারণ এটার জন্য আমাদের বেশ কিছু প্রস্তুতি আছে।
তিনি আরও বলেন, আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে। আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে। আর কিছু যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয় আছে। সেই কাজগুলো আমরা এখন পর্যায়ক্রমে শুরু করেছি।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে, সেগুলোতে আমরা এটি চালু করার সম্মতি পেয়ে গেছি। এটি আমাদের জন্য একটা ভালো খবর। কারণ নিউইয়র্কবাসীদেরই বেশি আগ্রহ ছিল এবং সেখানেই সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস করে।
তিনি আরও বলেন, ১৫ জুলাইয়ের মধ্যে জাপানে এটা চালু করা সম্ভব হবে। কিন্তু ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে। এই বৃহস্পতিবারের মধ্যে যদি ওরা পাবলিক আইপিটা পেয়ে যায়, তাহলে ১০ থেকে ১২ দিন লাগবে। ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্দান এবং মালদ্বীপেও আমরা শুরু করতে যাচ্ছি।
আরেক প্রশ্নের জবাবে এনআইডি মহাপরিচালক বলেন, বর্তমানে নয়টি দেশে ভোটার কার্যক্রম চলমান আছে। এ পর্যন্ত আবেদন পেয়েছি ৪৮ হাজার ৮০ জনের আর বায়োমেট্রিক নেওয়া হয়েছে ২৯ হাজার ৬৪৬ জনের। এর মধ্যে ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ জন।
ইইউডি/আরএইচ