ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

তিন নির্বাচনের হাকিমদের খুঁজছে পিবিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, আগস্ট ৬, ২০২৫
তিন নির্বাচনের হাকিমদের খুঁজছে পিবিআই ইসি ভবন

ঢাকা: বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী হাকিমদের (ম্যাজিস্ট্রেট) খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে পিবিআই।

এ প্রসঙ্গে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন দেশের সকল জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে সংশ্লিষ্টদের নাম ও বিস্তারিত তথ্য চেয়েছেন।  

মনির হোসেন এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করেছেন, শেরেবাংলা নগর থানার দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),  ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/সকল মেট্রোর নির্বাচনি এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেন।

এই অবস্থায়, ইসি সচিবালয়ে দ্রুত তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।  

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।