ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

১০ আঙুলের ছাপ সার্ভারে আপলোড করার নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, জুলাই ২৪, ২০২৫
১০ আঙুলের ছাপ সার্ভারে আপলোড করার নির্দেশ ইসির নির্বাচন ভবন।

ঢাকা: অনেক ভোটার তাদের ১০ আঙুলের ছাপ সার্ভারে আপলোড না হওয়ার কারণে ভোগান্তিতে পড়ছেন। তাই কাজটি দ্রুত সম্পন্ন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি নির্দেশনাটি সিস্টেম ম্যানেজার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, যেসব ভোটার স্মার্ট কার্ড গ্রহণকালে দ্বিতীয় দফায় বায়োমেট্রিক প্রদান করেছেন সেসব ভোটারদের ডাটা দ্রুততম সময়ে আপডেট করতে হবে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসাররা সিস্টেম ম্যানেজার (কারিগরি) এর সঙ্গে নিয়মিত যোগাযোগ/সমন্বয় করবেন।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখের মতো। এদের মধ্যে সাত কোটির মতো নাগরিক স্মার্টকার্ড নিয়েছেন, তাদেরই অনেকের আঙুলের ছাপ সার্ভারে অন্তর্ভুক্ত করতে বলেছে ইসি।

ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।