ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

এবি পার্টির আয় ১ কোটি ৩৮ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জুলাই ৩১, ২০২৫
এবি পার্টির আয় ১ কোটি ৩৮ লাখ টাকা নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসেব জমা দেন এবি পার্টির একটি প্রতিনিধি দল। ছবি: বাংলানিউজ

গত পঞ্জিকা বছরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয় করেছে এক কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। দলটির এ আয় এসেছে নেতাকর্মী-সমর্থকদের চাঁদা ও অনুদান থেকে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

ইসি সচিব আখতার আহমদের সঙ্গে সাক্ষাতের পর হেলাল উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে তাদের আয় হয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ৩৬ লাখ ১৭ হাজার ২৩১ টাকা। বাকিটা উদ্বৃত্ত আছে।

ইসি দেওয়ার হিসাব থেকে জানা গেছে, দলটির আয়ের খাত দুইটি- চাঁদা আদায় ও অনুদান গ্রহণ। আর ব্যয় হয়েছে প্রচার, প্রকাশনা, সংবাদ সম্মেলন আয়োজন, যাতায়াত, অফিস স্টেশনারি, অনুদান, শীতবস্ত্র বিতরণ, বন্যা সহায়তা, ভ্রমণ ব্যয়, মামলা পরিচালনা, জাতীয় কাউন্সিল, অফিস মেরামত ও রক্ষণাবেক্ষণ, অফিস ভাড়া, গাড়ি রক্ষণাবেক্ষণ, ইফতার মাহফিল, ঈদ উপহার, চিকিৎসা, নিবন্ধন প্রভৃতি খাতে।

নিবন্ধনের শর্ত অনুযায়ী, রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসেব ইসির কাছে জমা দিতে হয়। পরপর কোনো দল তিন বছর এ হিসেব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান আছে আইনে।

ইইউডি/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।