ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

প্রবাসী ভোটার নিয়ে এনসিপিকে সুসংবাদ দিলেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, আগস্ট ৩, ২০২৫
প্রবাসী ভোটার নিয়ে এনসিপিকে সুসংবাদ দিলেন সিইসি কথা বলছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। 

প্রবাসীদের ভোটার কার্যক্রম নিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সুসংবাদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এএমএম নাসির উদ্দীন।

রোববার (৩ আগস্ট) নিবন্ধন সংক্রান্ত তথ্য ঘাটতি পূরণ করতে এসে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাতের পর এ মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

 

তিনি বলেন, আমরা গত সপ্তাহে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি নিয়ে এসেছিলাম। আজ সুসংবাদ পেয়েছি। আমাদের দাবি অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকারের বাস্তবায়ন পদক্ষেপ, প্রস্তুতি, নিবন্ধন বিষয়ে ইসি দুই সপ্তাহ পর পর ব্রিফিং করবে।

এ সময় নিবন্ধন নিয়ে দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, দলের নিবন্ধন আবেদনের তথ্য চেয়ে, পর্যবেক্ষণের আলোকে নতুন ডকুমেন্ট আজ জমা দিয়েছি ইসির কাছে। আশা করি, ইসি আমাদের নিবন্ধনের পরের ধাপে কাজ অগ্রসর হবে।

শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, প্রতীক বরাদ্দ হয় ইসি যখন নিবন্ধন সার্টিফিকেট দেয় তখন। যেহেতু নিবন্ধন সার্টিফিকেট এখনো পাইনি, সেই প্রতীক নিয়ে এখন কথা বলতে পারছি না। বিধিমালার তফসিলে শাপলা প্রতীক নেই। কিন্তু যেকোনো পর্যায়ে এটা সংশোধনযোগ্য। ইসি চাইলে সংশোধন করতে পারে।

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটোয়ারী বলেন, কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। আমরা ভবিষ্যত যে বাংলাদেশের দিকে যাচ্ছি, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ ভোট নিতে এলে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে, এ পরিস্থিতির দিতে যাচ্ছি। এ পরিস্থিতি সৃষ্টি পাঁয়তারা করছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইসি আগের আইনে গঠন ছিল। ইতোমধ্যে ইসির কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছে, যেটা প্রধান উপদেষ্টা থেকেও ওই বক্তব্য আসেনি। আমাদের যে জুলাই সনদ হবে সেখানে এই নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া এসেছে। আমরা বলেছি, এই সংসদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়েই আগামী নির্বাচন হবে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহও উপস্থিত ছিলেন।

২২ জুন এনসিপি নিবন্ধন পেতে আবেদন করে। পরবর্তীতে প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ না হতে পারায় ইসি অন্যদের সঙ্গে দলটিকেও ৩ আগস্ট পর্যন্ত তথ্যের ঘাটতি পূরণের সময় দেয়। সেসব তথ্যই জমা দিতে এসেছিল এনসিপি।  

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।