ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচন: প্রশিক্ষণ নেবে সোয়া নয় লাখ কর্মকর্তা, ব্যয় ১৩০ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, আগস্ট ৯, ২০২৫
সংসদ নির্বাচন: প্রশিক্ষণ নেবে সোয়া নয় লাখ কর্মকর্তা, ব্যয় ১৩০ কোটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোয়া নয় লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ।

এতে ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি টাকা।

ইসি সূত্র জানিয়েছে, এবার ভোটার বাড়ায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও বাড়বে। ৪৪ হাজারের বেশি কেন্দ্রে ভোটকক্ষ হবে পৌনে তিন লাখের মতো। এতে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোটকর্মকর্তা নিয়োজিত থাকবে প্রায় ৯ লাখ ২৫ হাজারের মতো।

এ বিষয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান, ১ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে। প্রায় সাড়ে তিন হাজার প্রশিক্ষক তৈরি করা হবে, যারা ভোটের আগে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

তিনি আরও জানান,  প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলায় নিয়োজিতদেরও প্রশিক্ষণ হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে ১৩০ কোটি টাকার মতো ব্যয় হতে পারে বলেও জানান এস এম আসাদুজ্জামান।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি। এক্ষেত্রে ভোটকর্মকর্তাদের প্রশিক্ষণ তফসিল ঘোষণার পর শুরু হবে।

আরও পড়ুন:

সীমানা নির্ধারণ: রোববার আপত্তি জানানোর শেষ সময়

ইইউডি/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।