তুরাগকে অন্য আসনের সঙ্গে যুক্ত না করার দাবি উঠেছে। দোহার-নবাবগঞ্জেও পুনর্বিন্যাস চায় না এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ আগস্ট) স্ব স্ব আসনের এলাকাবাসী নির্বাচন ভবনে এসব দাবি নিয়ে মানববন্ধন করেন।
তুরাগকে সংসদীয় আসন ঢাকা-১৮ থেকে ঢাকা-১৬ সংযুক্ত করা চলবে না। এমন দাবি জানিয়েছেন তুরাগের সর্বস্তরের জনগণ।
ফুয়াদ হোসেন নামের এলাকাবাসী সাংবাদিকদের বলেন, তুরাগের জনগণ ঢাকা-১৮ এর সঙ্গে অভ্যস্ত। তারা ঢাকা-১৬ আসনের সঙ্গে সংযুক্ত হতে চায় না। আশা করি নির্বাচন কমিশন ঢাকা-১৮ আসনের জনগণের এ দাবিকে মূল্যায়ন করবে।
এদিকে কামরাঙ্গীরচরের জনগণের ব্যানারে একদল এলাকাবাসী ঢাকার দক্ষিণ সিটির ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ আসনের সঙ্গে যুক্ত করায় ইসিকে অভিনন্দন জানিয়েছে। একইসঙ্গে তারা ৫৫ নম্বর ওয়ার্ডকেও ঢাকা-৭ আসনের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে।
এ ছাড়া দোহার ও নবাবগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে একদল এলাকাবাসী ঢাকা-১ আসনকে পুনর্বিন্যাস না করার দাবি জানিয়েছে।
শিকারীপাড়া ইউনিয়নের বিএনপি নেতা সাখাওয়াত হোসেন বলেন, দোহার ও নবাবগঞ্জ আলাদা আসন যদি করে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মূল দাবি হচ্ছে জয়কৃষ্ণপুর, শিকারীপাড়া, বারুয়াখালী ইউনিয়নকে নবাবগঞ্জ উপজেলা থেকে যেন আলাদা না করা হয়।
ইইউডি/আরবি