মার্কিন দূতাবাসের সঙ্গে সোমবার বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য বৈঠকটি বাতিল করা হয়েছিল।
গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই হবে মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক।
ইইউডি/এমজেএফ