ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, আগস্ট ৩১, ২০২৫
মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির বৈঠক সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

মার্কিন দূতাবাসের সঙ্গে সোমবার বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য বৈঠকটি বাতিল করা হয়েছিল।

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই হবে মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক।

ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।