ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

পাঠ্যসূচিতে এনআইডি: ৩০ সেপ্টেম্বরের মধ্যে লেখা চাইল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, সেপ্টেম্বর ৭, ২০২৫
পাঠ্যসূচিতে এনআইডি: ৩০ সেপ্টেম্বরের মধ্যে লেখা চাইল ইসি নির্বাচন ভবন।

ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর্মকর্তাদের লেখা দিতে বলল নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে লেখা সংগ্রহ, যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কমিটি কর্তৃক লেখা আহ্বানসহ প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন অনুমোদন করেছে কমিশন। তাই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানো, ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব যাতে ছোটবেলায় তুলে ধরা যায়, তাই স্কুলের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে কমিশন।

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন। এদের মধ্যে প্রায় ৯ কোটি ভোটারের এনআইডি আছে।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।