ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

নিবন্ধন: এনসিপিসহ ২২ দলের তদন্ত প্রতিবেদন উঠছে কমিশনে টেবিলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, সেপ্টেম্বর ৯, ২০২৫
নিবন্ধন: এনসিপিসহ ২২ দলের তদন্ত প্রতিবেদন উঠছে কমিশনে টেবিলে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমদ

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ নিবন্ধনে আগ্রহী নতুন ২২ রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন বুধবার (১০ সেপ্টেম্বর) তোলা হবে ‘কমিশনের’ কাছে। এরপর কমিশন মতামতের ভিত্তিতে হবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‎রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) কম্পাইল করে কমিশনে উপস্থাপন করা হবে।

এর আগে নতুন দলের নিবন্ধনের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেছিলেন, চলতি সপ্তাহেই তদন্ত প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে তালিকা চূড়ান্ত করা হবে। এরপর যে সকল দলগুলোকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে, সেগুলোকে নিয়ে কারো কোনো দাবী আপত্তি আছে কিনা তা জানতে চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। দাবী-আপত্তি নিষ্পত্তির পর সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়া হবে।

ইসি সচিব সাংবাদিকদের আরও বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালায় দলগুলোর প্রতীকের তফসিল সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে দ্রুতই মতামত আসবে বলে আশাকরি।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পর যে ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত সম্পন্ন হয়েছে, সেগুলো হলো- ফরওয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

এদিকে প্রাথমিক বাছাই বাদ পড়েছে এমন ১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর করার কারণ উল্লেখ করে ইতিমধ্যে দলগুলোকে চিঠি দিয়েছে ইসি।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম কানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়। আর প্রাথমিক বাছাইয়ে এবার প্রথমবার কোনো দলই পাশ করতে না পারায় সকল দলকে ফের শর্ত পূরণ করতে বলে ইসি। এক্ষেত্রে ১২১টি দল ইসির আহ্বানে সাড়া দেয়নি। ফলে তাদের নিবন্ধন পাওয়ার আর কোনো সুযোগ নেই।

বর্তমান গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ইসির নিবন্ধন ছাড়া কোনো দল নিজেদের প্রতীক ছাড়া ভোটে অংশ নিতে পারে না।

ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।