ঢাকা: সুষ্ঠুভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগকে নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় কমিটি গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য শিগগিরই সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের একজন করে প্রতিনিধি সমন্বয় কমিটিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
সরকারের ওই সকল মন্ত্রণালয়, বিভাগকে নিয়ে ওই কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্টদের যে চিঠি দেওয়া হবে, তার খসড়াও চূড়ান্ত করা হয়েছে। চিঠিতে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় কমিটিতে একজন প্রতিনিধি মনোনয়ন করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বলা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বারবার বলছেন, সরকার ও তার প্রশাসনের সহযোগিতা লাগবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য।
আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সকল কাজ এগিয়ে নিচ্ছে ইসি।
ইইউডি/এসআইএস