ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজি হাসানুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, সেপ্টেম্বর ১৫, ২০২৫
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজি হাসানুজ্জামান মুহাম্মদ হাসানুজ্জামান

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন মুহাম্মদ হাসানুজ্জামান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটিআই-এর পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে ইটিআই-এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

সম্প্রতি এসএম আসাদুজ্জামান এই পদ থেকে স্বেচ্ছা অবসরে যাওয়ায় মুহাম্মদ হাসানুজ্জামান তার স্থলাভিষিক্ত হলেন।

ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।