ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আলফাডাঙ্গায় ভোটকেন্দ্রে টাকাসহ সিবিএ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আলফাডাঙ্গায় ভোটকেন্দ্রে টাকাসহ সিবিএ নেতা আটক টাকাসহ আটককৃত আজিজুর রহমান। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে টাকাসহ জনতা ব্যাংকের সিবিএ নেতা খান আজিজুর রহমানকে (৬৫) আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটককৃত আজিজুর রহমান গোপালপুর ইউনিয়নের বাসিন্দা ও জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা।

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ হাসেম রনি বাংলানিউজকে জানান, কেন্দ্রটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের খান সাইফুল ইসলামের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন আজিজুর রহমান।

এ সময় সন্দেহ হলে তল্লাশি করে তার কাছ থেকে নতুন ৫০ টাকার একটি বান্ডিল ও ২০ টাকার একটি বান্ডিলে মোট ৭ হাজার টাকা পাওয়া যায়।

তার মানিব্যাগে আরও অতিরিক্ত টাকা ছিল। মানিব্যাগ তল্লাশির সময় সেখানে ভিড় জমে গেলে তাৎক্ষণিকভাবে আজিজুরকে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভোটকেন্দ্রে অবৈধভাবে টাকা নিয়ে প্রবেশ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ হাসেম রনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।