ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউপিতে মারুফ চেয়ারম্যান নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউপিতে মারুফ চেয়ারম্যান নির্বাচিত

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন অন্তিক (আনারস প্রতীক)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।  এতে তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৭৭৭টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির লাঙল  প্রতীকের প্রার্থী জোনাব আলী। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ২৮৪টি।

রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন উপজেলা পরিষদের হলরুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।  

রিটার্নিং কর্মকর্তা জানান, চলতি বছরের ২২ জুন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়েছিল।  

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।