ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সন্ত্রাস-মাদকমুক্ত নগর গড়ার অঙ্গীকার জুবায়েরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
সন্ত্রাস-মাদকমুক্ত নগর গড়ার অঙ্গীকার জুবায়েরের গণসংযোগ করছেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের/ছবি: বাংলানিউজ

সিলেট: সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত জনবান্ধব নগর গড়ে তুলতে চান সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘সবার সহযোগিতা নিয়েই আমি সমৃদ্ধ নগর গড়ে তুলবো। আমার নগর পরিচালনায় চাবিকাঠি থাকবে জনগণের হাতে।

নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। ’
 
বৃহস্পতিবার (১২ জুলাই) দিনভর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকা, ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেটসহ পার্শ্ববর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগকালে এবং নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলীস্থ বড়বাড়ীতে অনুষ্ঠিত পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।  

৯ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুফতী আলী হায়দার, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, অ্যাডভোকেট আজিম উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তুহিন ব্যাপারী প্রমুখ।

এদিকে ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী বড়বাড়ীতে এলাকার হাজী আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ২০দলীয় জোট সিলেট জেলার সদস্য সচিব দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ ও মাওলানা মুজিবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী রুমেল আহমদ, রুস্তুম আলী কুদ্দুস, সাদিক খান, সেলিম আহমদ, মির্জা আলী হায়দার, গুলসান আহমদ, দিদার আহমদ, সালাম খান, দিদার আহমদ (২), এবাদ রশীদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম, তাঞ্জির আহমদ, আব্দুল হামিদ, আব্দুর রহিম, মনির আহমদ, শামীম আহমদ, ওয়াকিল আহমদ, রাব্বি আহমদ, সাব্বির আহমদ, ফাহিম আহমদ, শহিদ আহমদ, জাকির হোসেন, জাবেদ হোসেন, মাহবুব আহমদ শাওন, তানভীর আহমদ, আকরাম হোসেন, সাকেল আহমদ, সাদ্দাম আহমদ, রুবেল আহমদ, মইজ্জা আহমদ ও কাওসার আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।