ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

বন্ধ রয়েছে স্মার্টকার্ড ছাপানো 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, অক্টোবর ১৬, ২০২৫
বন্ধ রয়েছে স্মার্টকার্ড ছাপানো  স্মার্টকার্ড

ঢাকা: উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড ছাপানো বন্ধ রয়েছে।

ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে স্মার্টকার্ড উৎপাদন বন্ধ হয়েছে। এ অবস্থার সৃষ্টি হয়েছে সফটওয়্যার জটিলতায়। এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। আর স্মার্টকার্ড (আইডিইএ-২) প্রকল্পের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন বিদেশ সফরে। ফলে এই অচলাবস্থার দূর কবে হবে তা স্পষ্ট করে কেউ বলতে পারছেন না।


২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের প্রথমে কাগজে লেমিনেটিং করা কার‌্য সরবরাহ করে ইসি। তবে ২০১৬ সালে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়ার শুরু করে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা বলছেন, স্মার্টকার্ড দ্বিতীয় প্রকল্প থেকে তিন কোটির মতো কার্ড বিতরণের সিদ্ধান্ত হয়। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের টাকায় কেনা যাবে ২ কোটি ৩৬ লাখ ৩৪টি কার্ড। আর বর্তমানে ইসির হাতে ৫০ হাজারের মতো ব্ল্যাংক কার্ড আছে। যেগুলো কারিগরি ত্রুটির কারণে ছাপাতে পারছে না ইসি।


ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।