ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুষ্ঠু নির্বাচনের দাবিতে ওবাইদুরের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সুষ্ঠু নির্বাচনের দাবিতে ওবাইদুরের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান। ছবি: বাংলানিউজ

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান (মাহবুব) বলেছেন, সরকারকে বলবো ৩০ জুলাই (সোমবার) একটি সুষ্ঠু নির্বাচন করুন। মুখে মুখে শান্তিপূর্ণ ভোটের কথা না বলে নিশ্চিত করুন যাতে প্রত্যেকটি ভোটার ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে এবং যাকে খুশি তাকে দিতে পারে।

রোববার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে বরিশাল নগরের সদর রোডের চায়না প্যালেস রেস্তোরাঁয় ইসলামী আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবাইদুর বলেন, শনিবার (২৮ জুলাই) এক প্রার্থী বরিশাল নগরে যে শোডাউন করেছে তাতে আমরা শঙ্কিত।

আমাদের মধ্যে শঙ্কার আবির্ভাব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগরের সেক্রেটারি মাওয়ালা জাকারিয়া হামিদী।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।