ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

অধিকারের কথা বলে ভোট ডাকাতি করা হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
অধিকারের কথা বলে ভোট ডাকাতি করা হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। ছবি: নাসির/বাংলানিউজ

সিলেট: নির্বাচনে কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা জনগণের ভোটের অধিকার রক্ষার কথা বলেছেন, তারাই ভোট ডাকাতি করেছেন।  

সোমবার (৩০ জুলাই) বিকেল ৪টায় নগরের নিজ নির্বাচনী কার্যালয়ে আযোজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।  

আরিফুল বলেন, সিলেট সিটিতে একটি প্রহসনের নির্বাচন হয়েছে।

সিলেটের মানুষের প্রতি সম্মান জানিয়ে এ নির্বাচন আমি  বয়কট করছি না। যদি পাসও করি এরপরও প্রহসনের নির্বাচন প্রত্যাখান করছি।  

‘নির্বাচন কমিশন কতটুকু নির্লজ্জ তার প্রমাণ মানুষ দেখেছে। প্রতিটি কেন্দ্রে টেবিল কাস্ট হয়েছে,’ অভিযোগ করেন তিনি।   

বিএনপি মনোনীত প্রার্থী বলেন, যে কোনো বাধা আসুক আমরা সিলেটে এ ধরনের প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেবো।  

এ সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার কথাও বলেন আরিফুল হক।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।