ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচনে বিজয়ী হলেন যে কাউন্সিলররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
বিসিসি নির্বাচনে বিজয়ী হলেন যে কাউন্সিলররা বিসিসি নির্বাচনে ফলাফল ঘোষণাকালে রিটার্নিং অফিসার মুজিবুর রহমান। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: দুই মাস তিনদিন পরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (০৩ অক্টোবর) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মুজিবুর রহমান আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়। পাশাপাশি নানা অনিয়মের অভিযোগে নয় কেন্দ্রে শুধুমাত্র কাউন্সিলর পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় সংরক্ষিতসহ ৩১ কাউন্সিলরের ফলাফল ঘোষণা হয়েছে।

সে অনুযায়ী সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মিনু রহমান, ২ নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম, ৩ নম্বর ওয়ার্ডে কোহিনুর বেগম, ৪ নম্বর ওয়ার্ডে আয়শা তৌহিদ লুনা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৭ নম্বর ওয়ার্ডে ছালমা আক্তার শিলা, ৮ নম্বর ওয়ার্ডে রেশমি বেগম, ১০ নম্বর ওয়ার্ডে  রাশিদা পারভীন।

সাধারণ কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে  একেএম মতুর্জা আবেদীন, ৩ নম্বর ওয়ার্ডে  সৈয়দ হাবিবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে  তৌহিদুল ইসলাম বাদশা, ৫ নম্বর ওয়ার্ডে কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডে  খান মো. জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে  রফিকুল ইসলাম খোকন, ৮ নম্বর ওয়ার্ডে সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে  হারুন অর রশিদ, ১০ নম্বর ওয়ার্ডে  এটিএম শহিদুল্লাহ কবীর, ১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন, ১৩ নম্বর ওয়ার্ডে মেহেদী পারভেজ খান, ১৫ নম্বর ওয়ার্ডে  লিয়াকত হোসেন খান লাবলু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৬ নম্বর ওয়ার্ডে মোশারফ আলী খান বাদশা  (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৮ নম্বর ওয়ার্ডে  মীর জাহিদুল কবীর জাহিদ, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২০ নম্বর ওয়ার্ডে  জিয়াউর রহমান ২১ নম্বর ওয়ার্ডে শেখ সাইদ আহম্মেদ মান্না, ২৫ নম্বর ওয়ার্ডে এম সাইদুর রহমান জাকির, ২৬ নম্বর ওয়ার্ডে হুমাযুন কবীর, ২৭ নম্বর ওয়ার্ডে   নুরুল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ডে  জাহাঙ্গির হোসেন, ২৯ নম্বর ওয়ার্ডে ফরিদ আহম্মেদ, ৩০ নম্বর ওয়ার্ডে কালাম মোল্লা নির্বাচিত হয়েছেন।

এদিকে রিটার্নিং অফিসার জানান, নয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো ৪, ৫৮, ৬৭, ৬৮, ৮২, ৮৩, ৮৭, ৯৪ এবং ৯৯ নম্বর কেন্দ্র। এ কেন্দ্রে কবে ভোট হবে তা এখনো সুনির্দিষ্ট করা হয়নি। তবে আগামী ১৩ অক্টোবর একটি সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এ নির্বাচন নিয়ে দুই দফা তদন্তে কিছু কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি। তারই পরিপ্রেক্ষিতে নয় কেন্দ্রে  পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যার মধ্যে একটি কেন্দ্র আগে থেকেই প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

বাংলা‌দেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, অ‌ক্টোবর ০৪, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।