ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে

ঢাকা: নভেম্বরের প্রথম সপ্তাহে অাগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন অাহমদ।

নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

সচিব বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা জানিয়েছেন- নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

প্রতিনিধি দলটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে। কমিশন থেকে বলা হয়েছে, অাইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া, ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন প্রতিনিধিরা। সিইসি তাদের ভোটের প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন বলে জানান ইসি সচিব।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।