ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বঙ্গভবনে সিইসি-নির্বাচন কমিশনাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বঙ্গভবনে সিইসি-নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে প্রবেশ করছে সিইসি ও নির্বাচন কমিশনারদের গাড়ি/ছবি: শাকিল

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করতে সিইসি ও নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে বঙ্গভবনে ঢোকে সিইসি ও নির্বাচন কমিশনারদের বহনকারী গাড়ি বহর।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাতে থাকার কথা অন্য চার নির্বাচন কমিশনারের।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সব প্রস্তুতি অবহিত করা হবে।

আগামী ৩ নভেম্বর (শনিবার) কমিশন বৈঠকে তফসিল নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। তবে ৪ নভেম্বরও (রোববার) আরেকটি বৈঠক হবে। এক্ষেত্রে নির্বাচনের তারিখ নির্ধারণের পর বাংলাদেশ টেলিভিশন জাতির উদ্দেশে সিইসির ভাষণ রেকর্ড করবে। যে ভাষণে তফসিল ঘোষণা হবে। ভাষণ ৪ নভেম্বর সন্ধ্যায় কিংবা তারপরে যে কোনোদিন সন্ধ্যায় প্রচার করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।