ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তফসিল নির্ধারণ: সভায় বসেছে নির্বাচন কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
তফসিল নির্ধারণ: সভায় বসেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), সংসদ নির্বাচনের তফসিল এবং জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবি নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবারের (০৩ নভেম্বর) মূলতবি বৈঠকের সিদ্ধান্ত আসার কথা রয়েছে এতে।

নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার বলেছেন, রোববারের (০৪ নভেম্বর) সভায় সংসদ নির্বাচনের তফসিল কবে হবে, ইভিএম বিধিমালা চূড়ান্তকরণ ও জাতীয় ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে তফসিল নাও হতে পারে। এক্ষেত্রে বৈঠক শেষে তফসিল ঘোষণার তারিখ গণামাধ্যমে জানানো হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।