ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মিছিল করলে আইনানুগ ব্যবস্থা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
মিছিল করলে আইনানুগ ব্যবস্থা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
 
হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী, মিছিল, মশাল মিছিল বা শোডাউন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এক্ষেত্রে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়েছি।
 
সচিব বলেন, আগামী সাতদিনের মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। এক্ষেত্রে যারা পোস্টার, তোরণ, গেটসহ নানা ধরনের প্রচারণা চালিয়েছে, নিজ উদ্যোগে তাদের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে হবে। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা চালানো যাবে না। প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে আমরা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারদেরও নির্দেশনা দিয়েছি।
 
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, অনিবন্ধিত দল কোনো নিবন্ধিত দলের সঙ্গে জোট করে নির্বাচন করার আইন নেই।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামের সদস্যরা প্রার্থী হলে, আইনগতভাবে তাদের আটকানোর কোনো আইন নেই।
 
অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বিষয়ে তিনি বলেন, আগামী রোববার থেকে সম্ভাব্য প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
ইইউডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।