ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কার স্বাক্ষরে মনোনয়ন, জানতে চাইলো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
কার স্বাক্ষরে মনোনয়ন, জানতে চাইলো ইসি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কোন পদধারীর স্বাক্ষরে মনোনয়নপত্র দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট পদধারীর নমুনা স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত চিঠি দেশের নিবন্ধিত সব দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

ইসির উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ চিঠিতে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য করে বলা হয়েছে- আপনার দলের প্রতীকে কোন আসনে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) আর্টিকেল ১৬(২) ও ১৬(৩) অনুযায়ী আপনার দলের কোন পদধারীর (The Chairman or secretary or a person holding same rank of the party) স্বাক্ষর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এবং এর অনুলিপি কমিশন সচিবালয়ে পাঠানোর অনুরোধ করা হলো।

ইসির কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থী নির্ধারণের কাজের সুবিধার্থে এসব তথ্য জানতে চাওয়া হয়েছে। চিঠিতে কতদিনের মধ্যে এসব তথ্য দিতে হবে তা বেধে দেওয়া হয়নি।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি। তবে বাংলাদেশ কংগ্রেস নামের একটি দলকে সম্প্রতি নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ডিসেম্বর, প্রত্যাহার ৯ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

** ‘রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর অফিসে ডাকা হয়নি’

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।