ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মনোনয়নপত্র জমা দিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

লক্ষ্মীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পালের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুর-৩ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

বাংলাদেস সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।