ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুর-২ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
মাদারীপুর-২ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। ছবি-বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে স্বতন্ত্রী প্রার্থী আল আমিন মোল্লা ও আরেক স্বতন্ত্র প্রার্থী কাদের মোল্লার মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম।

রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন বেলা সাড়ে ১১টার দিকে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জানা গেছে,  জন্ম তারিখে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আল আমিন মোল্লা এবং সমর্থক হিসেবে যার স্বাক্ষর দেওয়া হয়েছে তিনি স্বাক্ষর দেওয়ার কথা অস্বীকার করায় কাদের মোল্লার মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রির্টানিং অফিসার।

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আল আমিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাজাহন খানের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।