ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ

নীলফামারী: আসন্ন জাতীয় নির্বাচনে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) বিএনপির প্রার্থী কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে রোববার দুপুরে (০২ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিণ এ ঘোষণা দেন।  

তবে এ আসনে আরেক বিএনপি প্রার্থী ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার পদত্যাগ না করে মনোনয়নপত্র দাখিল করায় তার পত্রটি বাতিল করা হয়েছে।

 

এতে ওই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক বেবী-ই থাকছেন বিএনপির প্রার্থী।  

এ বিষয়ে বেবী নাজনীন বাংলানিউজকে বলেন, আমি সৈয়দপুর- কিশোরগঞ্জ এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। সংস্কৃতি ও উন্নয়নের মেলবন্ধন সৃষ্টি করতে চাই।  

নীলফামারী-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন; যাদের যাচাই-বাছাই চলছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।