ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়াসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়াসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল মনোনয়ন বৈধ-অবৈধ ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা/ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: আদালতে দণ্ডের কারণে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়াসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ও দাখিল করা ভোটার তালিকায় অসঙ্গতির কারণে ইউপিডিএফ সমর্থিত দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

এবারের নির্বাচনী লড়াইয়ে আঞ্চলিক দলের কোনো প্রার্থী থাকছেন না।
 
মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ও নতুন কুমার চাকমা।
 
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘যাচাই-বাছাই’য়ে প্রার্থীদের দাখিল করা কাগজে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। এরমধ্যে দণ্ড থাকায় বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূইয়া, দলীয় মনোনয়ন না থাকায় যতীন্দ্র লাল ত্রিপুরা ও সমীর দত্ত চাকমা এবং দাখিল করা ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় সচিব চাকমা ও নতুন কুমার চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
ফলে নির্বাচন দৌড়ে টিকে রইলেন ছয় জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিএনপি মনোনীত অপর দুই প্রার্থী সমীরণ দেওয়ান ও শহীদুল ইসলাম ভুইয়া, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, গণফোরামের আমজাদ হোসেন চৌধুরী ও ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার গাজী।
 
বাংলাদশে সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।