ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আমান বাদ, প্রার্থিতা ফিরে পেলেন আফরোজা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
আমান বাদ, প্রার্থিতা ফিরে পেলেন আফরোজা আব্বাস

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও লাভ হলো না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের। বৈধতা পেতে তার আবেদন শুনানি করে নামঞ্জুর করে দিয়েছে ইসি। আর আফরোজা আব্বাস বৈধতা চেয়ে প্রার্থিতা ফেরত পেয়েছেন।

নির্বাচন ভবনের ১১তলায় স্থাপিত অস্থায়ী এজলাসে শুনানি করে শনিবার (০৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত দেন।

ঢাকা-২ আসনের (কেরানীগঞ্জ-কামরাঙ্গীরচর) প্রার্থী হতে চেয়েছিলেন আমান উল্লাহ আমান।

আর ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ) থেকে বিএনপির প্রার্থী হলেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

গত ২ ডিসেম্বর আমান উল্লাহ আমান ও আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।