ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারায়ণগঞ্জে ৩৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
নারায়ণগঞ্জে ৩৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে ৩৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাব্বি মিয়া প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের পর বিভিন্ন প্রার্থীরা আনন্দ উৎসব ও মিছিল করে নিজ নিজ এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করেছেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান লড়বেন ধানের শীষ প্রতীকে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) লড়বেন নৌকা প্রতীকে, জাতীয় পার্টির আজম খান লড়বেন লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান চন্দন লড়বেন কাস্তে প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমাদুল্লাহ লড়বেন হাতপাখা প্রতীকে, জাকের পার্টির মাহফুজুর রহমান লড়বেন গোলাপফুল প্রতীকে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান লড়বেন সিংহ প্রতীকে।  

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু লড়বেন নৌকা প্রতীকে, বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ লড়বেন ধানের শীষ প্রতীকে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম লড়বেন কাস্তে প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন লড়বেন হাতপাখা প্রতীকে।  

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা লড়বেন লাঙ্গলে প্রতীকে, বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান লড়বেন ধানের শীষ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত লড়বেন সিংহ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. ছানাউল্লাহ নূরী লড়বেন হাতপাখা প্রতীকে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুস সালাম বাবুল লড়বেন কাস্তে প্রতীকে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) এএনএম ফখরউদ্দিন ইব্রাহিম লড়বেন তারা প্রতীকে, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটএফ) মজিবুর রহমান লড়বেন ফুলের মালা প্রতীকে এবং জাকের পার্টির মো. মুরাদ হোসেন জামাল লড়বেন গোলাপফুল প্রতীকে।  

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান লড়বেন নৌকা প্রতীকে, ২০ দলীয় জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী লড়বেন ধানের শীষ প্রতীকে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সেলিম মাহমুদ লড়বেন মই প্রতীকে, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন লড়বেন কোদাল প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শফিকুল ইসলাম লড়বেন হাতপাখা প্রতীকে, সিপিবির প্রার্থী ইকবাল হোসেন লড়বেন কাস্তে প্রতীকে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ওয়াজি উল্লাহ মাতব্বর অজু লড়বেন গাভী প্রতীকে, জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা মোল্লা লড়বেন লাঙ্গল প্রতীকে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসীম উদ্দিন লড়বেন বটগাছ প্রতীকে।  

নারায়ণগঞ্জ-৫ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান লড়বেন লাঙ্গল প্রতীকে, জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এসএম আকরাম লড়বেন ধানের শীষ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম লড়বেন হাতপাখা প্রতীকে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবু নাঈম খান বিপ্লব লড়বেন মই প্রতীকে, খেলাফত মজলিসের হাফেজ কবির হোসেন লড়বেন দেয়াল ঘড়ি প্রতীকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী লড়বেন চেয়ার প্রতীকে, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট মন্টু ঘোষ লড়বেন কাস্তে প্রতীকে এবং জাকের পার্টির মোর্শেদ হাসান লড়বেন গোলাপ ফুল প্রতীকে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।