প্রচারণার নানান কৌশলের মধ্যে বিশেষ ভেতর নজড় কেড়েছে পোশাকে ভোটের প্রচারণা। মাথায় বা পেশাকে ব্যাজ বেঁধে প্রচারণার কাজ অনেকেই করেন।
জয়ী, ঐক্য, বিজয়, ঐতিহ্য, উদ্যম, শ্রদ্ধা, রক্তিমসহ বিভিন্ন নামে এসব পোশাক এনেছে সোস্যাল মিডিয়ার (ফেসবুক) পেজ ‘জয় বাংলা’। প্রিয়জনকে উপহার দিতে অথবা দলীয় কোন প্রোগ্রামের জন্য এগুলোর অর্ডার নিচ্ছে তারা। এসব পোশাক পাওয়া যাচ্ছে ৯৯০ থেকে ১৪৫০ টাকায়।
নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচার-প্রচারণা বন্ধ থাকলেও প্রতীক বরাদ্দ পেয়েই ভোটারদের দ্বারে দ্বারে ছুটতে পারবেন প্রার্থীরা। একইসঙ্গে পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল প্রচারণায় শোভা পাবে। প্রার্থীদের পদচারণায় নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠবে। আর এসবের মাঝে প্রচারে নতুনত্ব এনে দেবে নির্বাচনী প্রতীকের পোশাকগুলো, এমটাই মনে করছেন অনেকে।
এ প্রসঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থীদের কুশল বিনিময়, পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্নভাবে প্রার্থীরা যেমন সবসময় জনগণের চোখের সামনে থেকে নিজের প্রতীক বোঝাতে চান, ঠিক তেমনি পোশাকেও প্রতীক ব্যবহারে তা প্রচারণায় আনছে ভিন্ন মাত্রা। কেননা দলীয় প্রতীকের পোশাক পরে একজন প্রার্থী যখন সামনে আসেন, তখন স্বাভাবিকভাবেই সবার নজর চলে যায় সেই পোশাকে।
বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এইচএমএস/এমজেএফ


