ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচারে বিধি-নিষেধের ‘পরিকল্পনা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচারে বিধি-নিষেধের ‘পরিকল্পনা’ নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারের ওপর বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটকেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের কোনো বাধা নেই।

নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ শুক্রবার (১৪ ডিসেম্বব) সন্ধ্যায় সাংবাদিকদের এমন কথা বলেন।
 
তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪শ’ গজের মধ্যে প্রবেশের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ক্ষেত্রে নীতিমালা আছে।

তবে সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। একটি নীতিমালা করার প্রস্তাবনা রয়েছে। তাবে নির্বাচন কমিশনাররা বলেছেন, তারা (সাংবাদিকরা) ভোটকেন্দ্রে যেতে পারবেন, ভোটারদের মতামত নিতে পারবেন। তবে সরাসরি সম্প্রচার না করার জন্য বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
 
হেলালুদ্দীন আহমদ বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার এবং পুলিশ ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করবেন। অন্যদের কাছেও মোবাইল ফোন থাকতে পারে, তবে সেটি নিরাপত্তার স্বার্থে ভোটকেন্দ্রের বাইরে গিয়ে ব্যবহার করাই ভালো।
 
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বেশ কিছু সুপারিশ উঠে আসে। যার মধ্যে রয়েছে সাংবাদিকদের তৎপরতা সীমিত করা, ইন্টারনেটের গতি কমানো ইত্যাদি।
 
গত ১০ ডিসেম্বর প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।