ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিজিটাল মাধ্যমে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী প্রচারণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ডিজিটাল মাধ্যমে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী প্রচারণা

ঢাকা: ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনার ঘড়ি সময়কে কাছে নিয়ে আসছে খুব দ্রুত। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচলিত ধারণার বাইরে এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে ডিজিটাল নির্বাচনী প্রচারণা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অর্থ খরচ করে চালানো হচ্ছে ক্যাম্পেইন।

নিজস্ব ওয়েবসাইট, ই-মেইল, ক্ষুদেবার্তার (এসএমএস) পাশাপাশি ফেসবুক, টুইটারের এবং ইউটিউবে চালানো হচ্ছে প্রচারণা। আর এসব প্রচারণায় নিজেদের দল এবং প্রার্থীদের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি বিরোধীমতের দল ও প্রার্থীদের নেতিবাচক দিকও তুলে ধরে ভোটারদের আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।


 
তবে প্রচারণায় সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে ফেসবুক। ৩০ ডিসেম্বরকে উদ্দেশ্য করে ফেসবুকে ইভেন্ট পেইজও খুলছে বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা।
 
আওয়ামী লীগ
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী আনুষ্ঠানিকতার বেশ আগে থেকেই ডিজিটাল মাধ্যমগুলোতে প্রচারণা চালিয়ে আসছে। বিশেষ করে গত নভেম্বর মাস থেকে #thankyoupm নামে টিভি বিজ্ঞাপনের পাশাপাশি প্রচারণা চালানো হচ্ছে ফেসবুক ও টুইটারে। ফেসবুকে দলটির ভেরিফাইড পেইজ থেকে নিয়মিত বুস্টিং এর মাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে।
 
প্রচারণাকে আরো আকর্ষণীয় করে তুলতে ছবির পাশাপাশি তৈরি করা হচ্ছে টিভি বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং ডকুমেন্টারি। আর এসবে অংশ নিচ্ছেন বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিবর্গ। এছাড়াও শনিবার (১৫ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার জন্য তৈরি করা অ্যান্ড্রয়েডভিত্তিক মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে আওয়ামীলীগ।
 
নির্বাচনে ডিজিটাল প্রচারণার ইতিবাচক ফলাফল পেতে আশাবাদী আওয়ামী লীগ। দলটির প্রচার সম্পাদক ড. হাসান মাহবুব বাংলানিউজকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আরও আগে থেকেই ডিজিটাল মাধ্যমে আমরা প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। আগামীতেও এটিকে অব্যাহত রাখা হবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ ব্যাপকভাবে ব্যবহার করছে। তাই এখানে আমরা আমাদের ১০ বছরের নানা উন্নয়ন সবার সামনে তুলে ধরছি। দিন দিন এটিকে আরও জোরদার করা হবে।  

বিকল্পধারা
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্ল্যান-বি’ নামক ভিডিও প্রকাশ করে বেশ আলোড়ন তৈরি করে রাজনৈতিক দল বিকল্পধারা। দলের তরুণ নেতা মাহি বি চৌধুরী এবং সাবেক প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরীর দুইটি আলাদা আলাদা ভিডিও মানুষের আলোচনায় থাকে বেশ কয়েকদিন। আসন্ন নির্বাচনে মহাজোটের অন্তর্ভুক্ত হয়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করবে দলটি।  ইতিমধ্যে মাহি বি চৌধুরীর ব্যক্তিগত ভেরিফাইড পেইজে নির্বাচন সংশ্লিষ্ট চারটি ভিডিও প্রকাশ করা হয়েছে।  

ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে বিকল্পধারার।
 
বিএনপি ও ঐক্যফ্রন্ট
মাঠের রাজনীতিতে এখনও সেভাবে সুবিধা করতে না পারলেও ভার্চুয়াল জগতে আওয়ামী লীগকে বেশ ভালোই টেক্কা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিজেদের কার্যক্রমের বিরুদ্ধে আওয়ামী লীগ খুব একটা ‘বাঁধা’ তৈরি করতে পারবে না বলে মনে করছেন দলের প্রচারণার দায়িত্বে থাকা নেতৃবৃন্দ।  
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর জন্য নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজের পাশাপাশি কমিউনিটি ভিত্তিক বেশকিছু গ্রুপ খোলা হয়েছে দলটির কর্মী-সমর্থকদের পক্ষ থেকে। এগুলোর মধ্যে এখন পর্যন্ত সবথেকে বেশি আলোচনায় এসেছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-সোশ্যাল মিডিয়া-BNP-SM’ নামের ফেসবুক গ্রুপটি। প্রায় ২০ লাখ সদস্যের এই গ্রুপে নিয়মিত পোস্ট করা হয় দলটির পক্ষে আর ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে।
 
এর বাইরেও ডিজিটাল মাধ্যমে প্রচারণার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট ঐক্যফ্রন্টের পক্ষ থেকেও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মতো ‘ডিজিটাল প্রচারণা’ চালাতে জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঐক্যফ্রন্ট নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। প্রয়োজনে আওয়ামী লীগের মতো নাটক, সিনেমা এবং ডকুমেন্টারি তৈরির প্রস্তাব করেন তিনি।
 
রাজনৈতিক দলের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন আলোচিত প্রার্থীরা। তরুণ রাজনীতিক এবং প্রার্থীদের মধ্যে এই প্রবণতা এখন পর্যন্ত সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
 
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ঢাকা-১৭ আসনের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি (এনডিপি) এবং ঢাকা-৬ আসনের প্রার্থী ববি হাজ্জাজ, পটুয়াখালী-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গোলাম মাওলা রনি এবং নৌকা প্রতীকে ঢাকা-১০ আসনের বর্তমান এবং পরবর্তী সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বেশ সক্রিয় আছেন ডিজিটাল প্রচারণায়।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসএইচএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।