ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এবার চাটখিলের ওসির প্রত্যাহার চাইলেন মাহবুবউদ্দিন খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এবার চাটখিলের ওসির প্রত্যাহার চাইলেন মাহবুবউদ্দিন খোকন

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবার চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। ওসির বিরুদ্ধে অবৈধ অস্ত্রে মদদ দেওয়া ও গ্রেফতার বাণিজ্যের অভিযোগ এনেছেন খোকন।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে আবেদনটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে করেন খোকন। গত ১৫ ডিসেম্বর বিকেলে সোনাইমুড়ি বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের সময় ছররা গুলিতে আহত হন বিএনপির এ নেতা।

সেজন্য সোনাইমুড়ি থানার ওসিকে অভিযুক্ত করে তার প্রত্যাহারে ১৬ ডিসেম্বর আবেদন করেন খোকন।

নতুন করে চাটখিল থানার প্রত্যাহার চেয়ে দেওয়া আবেদনে খোকন বলেন, হাটপুকুরিয়া ঘাটলাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান শাহীনের বাড়ি গত ১৭ ডিসেম্বর রাত ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগ ভাঙচুর ও লুটপাট করে। পুলিশের কাছে কারণ জানতে চাইলে আক্রান্তদের বলা হয় ওসির নির্দেশ আছে।

‘এছাড়া পোস্টার লাগাতে গেলে পুলিশ বিএনপিকর্মীদের গ্রেফতার করে। বিএনপি নেতা বিপুল ইসলাম পাটোয়ারীকে গ্রেফতার করলেও ৭০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন ওসি শামসু্দ্দীন। নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি হলেও তা উদ্ধারে ওসির অনীহা রয়েছে। এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে দিয়েও প্রতিকার পাওয়া যায়নি। শামসুদ্দিন নিজের অবৈধ অস্ত্রের মদত দিচ্ছেন। তাই চাটখিল থানার ওসি হিসেবে তিনি দায়িত্বে থাকলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ’ 

এজন্য তাকে প্রত্যাহার করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য সিইসির কাছে আবেদন জানান খোকন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।