ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রার্থী শূন্য আসনে পুনঃতফসিল দাবি বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
প্রার্থী শূন্য আসনে পুনঃতফসিল দাবি বিএনপির

ঢাকা: আদালতের রায়ে যেসব আসনে বিএনপির প্রার্থী শূন্য হয়ে গেছে, সেসব আসনে পুনঃতফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আবারও দাবি জানিয়েছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে এ সংক্রান্ত একটি চিঠি ইসিতে জমা দেয়।  

পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা জানি যে ভোট নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত।

আমাদের প্রার্থীদের নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার পর আদালত তা বাতিল করছেন। আমরা একজন প্রার্থীকে তো নির্বাচনী এলাকায় পরিচয় করেছি।  

‘এখন এসে আমাদের প্রার্থীকে বাতিল করা হলো। নির্বাচন কমিশন বৈধ ঘোষণার পর আদালত অবৈধ ঘোষণা করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ’

‘এই অবস্থায় আমরা দাবি জানাচ্ছি যে, এ সংক্রান্ত রায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব জায়গার নির্বাচন স্থগিত করা হোক। কারণ নির্বাচন হওয়ার পর যদি আমাদের প্রার্থীদের প্রার্থিতা আদালতে শুনানি বৈধ হয়। তখন তো আর নির্বাচন করা সম্ভব হবে না। ’

এর আগে গত ২০ ডিসেম্বর একই দাবি জানিয়েছিলো বিএনপি। সেদিন তারা জানায়, বিকল্প প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়ার, না হয় নির্বাচন স্থগিত করে পরবর্তীতে পুনঃতফসিল ঘোষণার।  

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।