ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট শান্তিপূর্ণ হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট শান্তিপূর্ণ হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশজুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

রোববার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, আমার জানা মতে, সারাদেশে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে।

কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।  

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,  জয় সুনিশ্চিত।  

আস্থার কারণ কী?- জবাবে আসাদুজ্জামান কামাল বলেন,  আমি ১০ বছর এখানে সংসদ সদস্য ছিলাম, আছি। মানুষের সঙ্গে ছিলাম। আশা করছি তারা আমাকে ভোট দেবে। জয় সুনিশ্চিত।  

ঢাকা-১২ আসনে (তেজগাঁও, শেরেবাংলা ও রমনা আংশিক) আসাদুজ্জামান কামালের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সােইফুল ইসলাম নীরব।  

নীরবের সঙ্গে তার কথা হয়েছে কি-না? এ বিষয়ে জানতে তিনি বলেন, তার (সাইফুল ইসলাম নীরব) বিরুদ্ধে তো ওয়ারেন্ট রয়েছ। সে আমার পাশে দাঁড়াবে কী করে? ওয়ারেন্ট ছাড়া এলে অবশ্যই তার সঙ্গে কথা হতো, তথ্য বিনিময় হতো, কুশল বিনিময় হতো।  

বাংলাদেশ সময়:  ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।