ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর ওবাইদুর রহমান কালু খান

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ হাজার ৭০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস) অ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খান। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নৌকার কাজল কৃষ্ণ দে পেয়েছেন ৫৩ হাজার ৫৬৩ ভোট।  

ভাইস-চেয়ারম্যান পদে (তালা) মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে (কলস) মোসা. নারগিস আক্তার বিজয়ী হয়েছেন।

 

মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।  

কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উপজেলার মোট ১১৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।