ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

ইসিকে কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন আতিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, জানুয়ারি ৮, ২০২০
ইসিকে কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন আতিক

ঢাকা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

বুধবার (০৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আতিকের প্রতিনিধি উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি জমা দেন। উত্তরের রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার মাহবুব আলমের কাছে চিঠি জমা দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, জবাবে বলা হয়েছে, মেয়র প্রার্থী আতিক কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর ঢাকা উত্তরা থানা আওয়ামী লীগের আয়োজনে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আতিক অংশগ্রহণ করেন। এতে করে নির্বাচনী বিধি ২০১৬ লঙ্ঘন হয়নি।

এর আগে সোমবার (০৬ জানুয়ারি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।